মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

সেলজুক সুলতান মহাবীর আরসালানের কবরের সন্ধান পেলেন একদল তুর্কী গবেষক

ইনসাফ | নাহিয়ান হাসান

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিতে ক্রুসেড যুদ্ধে মুসলিমদের মহাবীর দ্বিতীয় আনাতোলিয়ান সেলজুক সুলতান কিলিজ আরসালান (প্রথম) এর কবরের সন্ধান পাওয়া গিয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) তুরস্কের দিজলে ইউনিভার্সিটি কর্তৃক গঠিত একদল গবেষক খননকার্য চলাকালীন কবরটির সন্ধান পান।

বস্তুত পুরোনো নথিপত্র ইত্যাদি নিয়ে গবেষণার পর দিজলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিলিজ আরসালান (১ম) এর কবর খুঁজে বের করতে গবেষকদের একটি কমিশন গঠন করেছিলেন। লাগাতার ৯ দিন খননকার্য চালিয়ে ওই গবেষক দলটি সেলজুক সুলতান কিলিজ আরসালান (১ম) ও তার কন্যা সুলতানা সাইয়্যিদা খাতুনের কবর আবিষ্কার করতে সক্ষম হোন।

সরেজমিনে গিয়ে খনন ও গবেষণা ছাড়া কিলিজ আরসালান (১ম) এর কবরের সন্ধান পাওয়া দুঃসাধ্য ব্যাপার উল্লেখ করে ইউনিভার্সিটিটির রেক্টর মুহাম্মাদ কারাকোজ সাংবাদিকদের বলেছেন, দীর্ঘদিন যাবত শুধুমাত্র পুরোনো নথিপত্র ও ইতিহাস বিষয়ক বই নিয়ে গবেষণা করে তথ্যের সমন্বয় করে সঠিক স্থান নির্ধারণ করা যাচ্ছিলো না। তবে এই ঐতিহাসিক আবিস্কারটি সিলভান এবং দিয়ারবাকির অঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপটে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য, ১০৭৯ সনে জন্মগ্রহণ করা আনাতোলিয়ান কিলিজ আরসালান (১ম) ১০৯২ থেকে ১১০৭ সনে তার মৃত্যু পর্যন্ত তৎকালীন রুমের সেলজুক সুলতান ছিলেন।

‘কিলিজ আরসালান’ আনাতোলিয় পুরোনো তুর্কী ভাষার একপ্রকার উপাধি, যার অর্থ হলো ‘সিংহ তরবারী’। তৎকালীন বিশাল সেলজুক সাম্রাজ্যের সুলতান মালিক শাহ ১ম’র ইন্তেকালের পর বিলুপ্তপ্রায় সেলজুক সাম্রাজ্যকে তিনি পুনরুজ্জীবিত করেছিলেন এবং ১১০১ সনে চলতে থাকা ১ম ক্রুসেডের ৩ টি যুদ্ধে ক্রুসেডারদের তিনি নির্মমভাবে পরাজিত করেছিলেন।

তাছাড়া, কিলিজ আরসালনই (১ম) সর্বপ্রথম মুসলিম সেনাপতি, যিনি ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদে সর্বপ্রথম কিশোর বয়সে মুসলিম অশ্বারোহী তিরান্দাজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

সূত্র: এ নিউজ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img