শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

এবার আজারবাইজানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অনুমতি দিল তুরস্ক

আজারবাইজানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অনুমতি দিয়েছে তুরস্ক।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এক গেজেটে তুরস্কের সরকার একথা জানায়।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে চুক্তিটি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়।

গত বছর তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে দুই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। এর মধ্যে তুরস্ক ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং ৩০০ মিলিয়ন ডলার সমপরিমাণ পণ্য আমদানি করে।

তুরস্কের রপ্তানি পণ্যের মধ্যে বিশেষ করে মেশিনারি, যান্ত্রিক সরঞ্জামাদি ও নিমার্ণ সামগ্রী রয়েছে। তুরস্কে বর্তমানে ২০ টিরও বেশি মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img