শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

রোহিঙ্গা ইস্যুতে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বৈঠক আজ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে আ্জ মঙ্গলবার দুপুরে ভার্চ্যুয়াল বৈঠক শুরু হচ্ছে। তিন দেশের পররাষ্ট্রসচিবকে নিয়ে এ ধরনের বৈঠক এটিই প্রথম।

এই বৈঠকে আগামী বর্ষা মৌসুম শুরুর আগে এবং রাখাইন রাজ্যের সুনির্দিষ্ট গ্রাম ধরে তালিকা করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টিতে জোর দেবে বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ চায় যত শিগগির সম্ভব প্রত্যাবাসন শুরু হোক। চীনের সহায়তায় বৈঠকটি হচ্ছে। আগেও চীন একবার তারিখ দিয়েছিল, কিন্তু মিয়ানমার রাজি না থাকায় বৈঠকটি হয়নি।

তিনি বলেন, বাংলাদেশ চায় বর্ষার আগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক। তবে সবকিছু নির্ভর করছে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার ওপর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img