শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

এবার গোবর দিয়ে ‘রঙ’ তৈরি করে বাজারে ছাড়বে ভারত

এবার গরুর গোবর দিয়ে ‘রঙ’ তৈরি করে বাজারে ছাড়বে ভারত। গোবর দিয়ে তৈরি এই কথিত ‘রঙ’ এর নাম দেওয়া হয়েছে ‘খাদি ভেডিক পেইন্ট’।

খাদি গ্রামীণ শিল্প কমিশন ভারতীয় গণমাধ্যমগুলোকে বলেছে, আপাতত ডিস্টেম্পার পেইন্ট এবং প্লাস্টিক ইমালশান পেইন্ট, এই দুই ধরনেরই রঙ পাওয়া যাবে। এই রঙের লেড, ক্রোমিয়াম, পারদ, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু নেই, ফলে এটি পরিবেশবান্ধব হবে বলেও দাবি করেছেন তারা।

গোবর দিয়ে তৈরি করা এই কথিত রঙটি জয়পুরের কুমারাপ্পা ন্যাশনাল হ্যান্ডমেড পেপার ইন্সটিটিউটে বানানো হয়েছে। ভারতের তিনটি গবেষণাগারে এই রঙটির গুণমান পরীক্ষা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লির শ্রীরাম ইন্সটিটিউট, গাজিয়াবাদের ন্যাশানাল টেস্ট হাউজ এবং মুম্বইয়ের ন্যাশানাল টেস্ট হাউজ।

সূত্র: নিউজ১৮

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img