শনিবার, এপ্রিল ২০, ২০২৪

দিল্লি সীমান্তে বিষ খেয়ে আত্মহত্যা করল আরেক কৃষক

ফের এক কৃষকের আত্মহত্যা। কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভরত এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করলেন। এই খবরের সত্যতা স্বীকার করেছে হরিয়ানা পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

৪০ বছর বয়েসী ওই কৃষক বিক্ষোভে অংশ নিয়েছিলেন। মৃত কৃষকের নাম অমরিন্দর সিং। তিনি পঞ্জাবের ফতেহগড়ের সাহিব জেলার বাসিন্দা।

শনিবার রাতেই তিনি বিষ খান বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সোনপতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সোনপত থানার ইন্সপেক্টর রবি কুমার।

একদিকে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার জানিয়ে দেয় যে কৃষি আইন কোনওভাবেই বাতিল করা যাবে না। তেমনই কৃষক নেতারাও এই তিনটি বিতর্কিত আইনের বিপক্ষে বক্তব্য রেখে তা বাতিলের দাবি জানাতে থাকেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img