শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

করোনা প্রতিরোধে বাংলাদেশে যেসব চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে তুরস্ক

বাংলাদেশকে করোনাভাইরাস বিরোধী লড়াইয়ে জরুরি চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করবে তুরস্ক।

মহামারী নির্মূলের বৈশ্বিক প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে আরও দুটি দেশ; জর্জিয়া এবং তুর্কি প্রজাতন্ত্রী উত্তর সাইপ্রাসকেও এ সাহায্য পাঠানো হবে।

বাংলাদেশে তুরস্কের এ ত্রাণটি আসবে দ্বিপাক্ষিক এক চুক্তির আওতায়। বৃহস্পতিবার তুর্কি সরকারের এক প্রজ্ঞাপনে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করা হয়।

এর আগে গেল বছরের ১২ অক্টোবর আঙ্কারায় দুই দেশের মধ্যে চিকিৎসা সরঞ্জাম অনুদান সম্পর্কিত চুক্তিটি হয়, বলে প্রজ্ঞাপনটি উল্লেখ করে।

সেখানে বলা হয়, “সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের নিদর্শন” হিসেবে তুরস্ক; ২০টি ভেন্টিলেটর, ১০ হাজার গাউন, ১০ হাজার এন-৯৫ মাস্ক, ১০ হাজার প্রটেক্টিভ কাভারঅল, ২ হাজার ফেস শিল্ড এবং ৫ হাজার সুরক্ষা চশমা অনুদান দেবে।

সূত্র: ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img