শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

দেশের সব কওমী মাদরাসার তথ্য চেয়েছে সরকার

কওমী মাদরাসাসহ দেশের সকল মাদরাসার তথ্য চেয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ জেলা প্রশাসকদের (ডিসি) কাছে নির্ধারিত ছক অনুযায়ী এই তথ্য চায়।

রবিবার (১১ এপ্রিল) স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১৩ এপ্রিলের মধ্যে এই তথ্য পাঠাতে নির্দেশণা দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে দেশের কওমী, আলিয়া ও অন্যান্য সব মাদরাসার তথ্য চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

রবিবার (১১ এপ্রিল) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, করোনার সংক্রমণ আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কওমীসহ (এতিমখানা ছাড়া) সকল আবাসিক ও অনাবাসিক মাদরাসা বন্ধ রাখার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে গত ৬ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেই প্রেক্ষিতে কওমী মাদরাসাসহ (এতিমখানা ছাড়া) সকল মাদরাসার হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে জরুরিভাবে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img