শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বিজেপি হেরে গিয়েও ট্রাম্পের মতো বলবে আমরাই জিতেছি: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় হিন্দুত্ববাদী বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, একবার করল নোটবন্দি, আরেকবার কোভিডে হলাম আমরা গৃহবন্দি, এরপরে করবে জেল বন্দি, তারপরে ভারতবর্ষটাকেই বন্দি করে রেখে দেবে। যেমন ট্রাম্প করছেন দেখছেন না, হেরে গিয়েও বলছে না আমি জিতেছি, আমি জিতেছি! ওরাও হেরে গিয়ে বলবে আমরা জিতেছি, আমরা জিতেছি। উভয়ের মধ্যে কোনও পার্থক্য নেই, একই জিনিষ। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।

সোমবার (৯ জানুয়ারি) রানাঘাটের হাবিবপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি এসব কথা বলেন।

মমতা কেন্দ্রীয় হিন্দুত্ববাদী বিজেপি সরকারের মুসলিম বিরোধী সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেন, আমরা সবাই নাগরিক। মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে। নতুন করে নাগরিকত্ব বিলের প্রয়োজন নেই। মতুয়ারা এমনিতেই নাগরিক। ১৯৭১ সালের আগেও যেসব উদ্বাস্তু এসেছেন তাঁরাও নাগরিক। নাগরিকত্ব কেড়ে নেওয়া অতই সহজ?

তিনি জাতীয় নাগরিক পঞ্জি এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন প্রসঙ্গে বলেন, আমরা এনআরসি-এনপিআর হতে দেব না। মানুষের নাগরিকত্বের অধিকার আমরা হনন করতে দেব না। এটা আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত।

বিজেপিকে মিথ্যে কথা বলায় অত্যন্ত পারদর্শী উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, মিথ্যে কথা বলার কোনও জুড়িদার নেই বিজেপির। নির্বাচনের আগে ১৫ লাখ টাকা দেবে বলেছিল। কিছুই হয়নি। চাকরি দেবে বলেছিল। তাও দেয়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img