শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

করোনা থেকে বাঁচতে আবারও লকডাউন ঘোষণা করল তুরস্ক

করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় আবারও লকডাউন ঘোষণা করেছে তুরস্কের রজব তাইয়েব এরদোগানের সরকার।

দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

তুরস্কে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার এরদোগান এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি পবিত্র রমজান মাসে রেস্টুরেন্ট বন্ধ রাখারও পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে এরদোগান জানান, পবিত্র রমজান মাসে লকডাউন থাকবে এবং প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ চলবে। তবে রেস্টুরেন্টগুলো থেকে শুধুমাত্র বাইরে খাবার সরবরাহ করা যাবে।

জানা যায়, করেনাভাইরাস এর সংক্রমণ বেড়ে যাওয়ায় তুরস্কের বেশিরভাগ শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে লকডাউন শুরু হবে। তুরস্কে এখন প্রতিদিন করোনা সংক্রমণের ঘটনা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img