বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়।

আজ বুধবার (১৮ আগস্ট) সকালে হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মমেক হাসপাতালে করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের আমেনা (৮৫), মুক্তাগাছার প্রমথ চন্দ্র দাস (৭১), নেত্রকোনার কেন্দুয়ার দুখু মিয়া (৮০) ও জামালপুর সরিষাবাড়ির সাজেদা (৪৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার হাসিনা (৬০), ত্রিশালের ইব্রাহিম (৭০), ধোবাউড়ার জসিমউদ্দিন (৫৫), গফরগাঁওয়ের ইব্রাহিম (৭৫), নেত্রকোনার মোহনগঞ্জের তহুরা (৫০) ও সুনামগঞ্জ জামালগঞ্জের রইসুদ্দিন (৬০)।

ডা. মহিউদ্দিন মুন বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩০৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img