বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

মার্কিনীদের সহায়তাকারী আফগানদের শরণার্থী হিসেবে গ্রহণ করার আহ্বান বুশের

তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে যেসব আফগান নাগরিক আমেরিকাকে সহায়তা করেছে, তাদেরকে দ্রুত উদ্ধার করে শরণার্থী হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

বুশ বলেন, নিজেদের দেশকে সামনে এগিয়ে নিতে দেশের ভিতরে অবস্থান করে যারা সামনের কাতারে ছিলেন, সেই আফগানরা এখন ভয়াবহ ঝুঁকিতে। তাই মার্কিন সরকারের আইনি দায়িত্ব হলো জরুরি মানবিক সঙ্কটের সময় শরণার্থী গ্রহণে লাল ফিতার দৌরাত্ম্য বাদ দেওয়া। আমলাতান্ত্রিক বিলম্ব না করে এসব মানুষকে নিরাপদ পথ করে দেওয়া এখন আমাদের দায়িত্ব।

বুশ বলেন, আফগানিস্তানে যে বিয়োগান্তক ঘটনা ঘটছে আমি গভীর বেদনা নিয়ে তা পর্যবেক্ষণ করছি। যেসব আফগান এত দুর্ভোগে পড়েছেন এবং যেসব মার্কিন ও ন্যাটো মিত্ররা এত বেশি জীবন উৎসর্গ করেছেন- তাতে আমার হৃদয় ভারি হয়ে আসছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img