শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

দাউদকান্দিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব; ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কয়েকটি গ্রামে কিশোর গ্যাংয়ের উপদ্রবে বিক্ষুব্ধ এলাকা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (১৬ আগস্ট) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাশরা, হাটখোলা, চাপাতলী, লখাইতলী চার গ্রামের হাজারো মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাসরা গ্রামে সুমন, বাধন ও সজিবের নেতৃত্বে একটি পারিবারিক কিশোর গ্যাং দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের উপর নানান জুলুম-অত্যাচার করে আসছে। তারা কখনো পুলিশ, কখনো ইউএনও, কখনো উচ্চপর্যায়ের নেতার দোহাই দিয়ে এলাকাবাসীকে ধোঁকা দিয়ে আসছে।

এছাড়াও তাদের বিরুদ্ধে মৎস্য প্রজেক্টের মাছ চুরি, বাড়ি বাড়ি গিয়ে লুন্ঠন, গরীব ছেলেদের মেরে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।

এসময় উপস্থিত বক্তারা এসব ভুঁইফোড় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, আলী আহম্মদ মিয়াজী, হুমায়ন চৌধুরী, ইসমাইল মজুমদার, আলমগীর সরকার ও নুরুল ইসলাম মাস্টার প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img