শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কাশ্মীরে সংঘর্ষে ২ স্বাধীনতাকামী যোদ্ধা নিহত, সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি

জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন।

গতকাল (শুক্রবার) দিবাগত গভীর রাত থেকে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শেষে আজ (শনিবার) দুই গেরিলার মৃত্যু হয়।

আজ পুলিশের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার চিঙ্গাম এলাকায় স্বাধীনতাকামী যোদ্ধাদের উপস্থিতির খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়।

এসময়ে স্বাধীনতাকামী যোদ্ধারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ভারতীয় বাহিনীর গুলিবর্ষণে দুই জন নিহত হয়েছে। নিহতদের কাছ থেকে এম-৪ রাইফেল ও পিস্তল উদ্ধার হয়েছে।

গণমাধ্যম সূত্রে প্রকাশ, চিঙ্গাম এলাকায় স্বাধীনতাকামী যোদ্ধাদের উপস্থিতির খবর পেয়ে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের যৌথবাহিনী অভিযান চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে দুই জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে, আজ জম্মু বিভাগে পুঞ্চ জেলায় সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কর্মকর্তা সূত্রে প্রকাশ, আজ শনিবার ভোর ১ টা ৩০ মিনিট নাগাদ পুঞ্চ জেলার মানকোট সেক্টরে পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img