শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আজ থেকে শুরু হচ্ছে মাকতাবাতুল ইসলামের সিরাতগ্রন্থ প্রদর্শনী ও মূল্যছাড় উৎসব

‘মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণে সিরাত পাঠের বিকল্প নেই’ স্লোগান নিয়ে আজ শুক্রবার (৩০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলামের চতূর্থ সিরাতগ্রন্থ প্রদর্শনী ও মূল্যছাড় উৎসব। পাশাপাশি একই জায়গায় শুরু হয়েছে মাকতাবাতুল আযহার কর্তৃক আয়োজিত সিরাতুন্নবী কিতাব মেলা।

প্রদর্শনীতে স্থান পাবে বাংলা ভাষায় প্রকাশিত দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীগুলোর নির্ভরযোগ্য সব সিরাতগ্রন্থ। এছাড়াও সংশ্লিষ্ট প্রকাশনীসহ অন্যান্য প্রকাশনীর বিভিন্ন বাংলা প্রকাশনায় থাকবে ৬০% পর্যন্ত মূল্যছাড়।

মাকতাবাতুল ইসলাম-এর প্রতিষ্ঠাতা মাওলানা আহমাদ গালিব ইনসাফকে জানিয়েছেন যে বাংলাদেশে সিরাতগ্রন্থ প্রদর্শনীর আয়োজন মূলত তারা পাঠকবৃন্দকে সিরাত পাঠে উদ্বুদ্ধ করার জন্যে করে থাকেন। তাদের এ আয়োজন প্রতিবছর অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তারা।

রাজধানীর মধ্যবাড্ডার লিংকরোড মোড়স্থ আদর্শ নগর গলিতে মসজিদুল ইকরাম সংলগ্ন মাকতাবাতুল ইসলামের প্রধান বিক্রয়কেন্দ্রে এই আয়োজন শুরু হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করতে ০১৯১১-৬২০৪৪৭ ও ০১৯১২-৩৯৫৩৫১ নাম্বারে কল দিন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img