শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক

প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে নিয়ে আপমানজনক কার্টুন প্রকাশ করায় আঙ্কারায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক।

বুধবার (২৮ অক্টোবর) ওই রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি সাফাক এর খবরে বলা হয়, প্যারিসের কূটনীতিককে ডেকে এমন কাজের তীব্র নিন্দা জানানো হয়েছে। কূটনীতিককে বলা হয়েছে, ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদো ব্যক্তিগত অধিকার ও ধর্মীয় বিশ্বাসের ওপর ঘৃণিত আক্রমণ করেছে। এটি মত প্রকাশের অধিকার বিবেচনা করা যায় না। এমন অভিব্যক্তি প্রকাশের বিষয়টি নিয়ন্ত্রণের জন্য ফ্রান্স সরকারের উচিত রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেয়া।

ফ্রান্সে তুর্কি নাগরিকদের ওপর আর্মেনিয়দের হামলার বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্রটি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img