বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ইসরাইল থেকে আড়িপাতার যন্ত্র কেনার প্রশ্নই আসে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসরাইল থেকে বাংলাদেশ আড়িপাতা যন্ত্র কখনও আমদানি করেনি এবং ভবিষ্যতেও করবে না। ইসরাইল থেকে আড়িপাতার যন্ত্র কেনার প্রশ্নই আসে না।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাজধানী উচ্চ বিদ্যালয়ে শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল আড়িপাতার যন্ত্র বিক্রির জন্য বিশ্বজুড়ে মার্কেটিং করে। বাংলাদেশের সঙ্গে কখনোই ইসরাইলের বাণিজ্যিক চুক্তি ছিল না এবং এখনও নেই। ফলে আড়িপাতার যন্ত্র কেনার প্রশ্নই আসে না।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে ইসরায়েলের বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনোই মানবাধিকার লঙ্ঘন করেনি।

বাংলাদেশ মানবাধিকার সংস্থার সদস্য। এ কারণে মানবাধিকার সমুন্নত রাখতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img