মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

বিশ্বে করোনায় আক্রান্ত হলেন ২১ কোটি মানুষ

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ২১ কোটি ১ লাখ ৭ হাজার ৩০৪ জন হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৫ হাজার ৫১৭ জনে। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৫০৪ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময় নতুন করে মারা গেছেন ১০ হাজার ৫৫৩ জন। আর শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৪ হাজার ৫৪ জন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ৮০ লাখ ৭২ হাজার ৬৫৬ জনে। এর মধ্যে ছয় লাখ ৪১ হাজার ৩৪৬ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লাখ ৪১ হাজার ৮৮৬ জনে।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ২০ হাজার ৮৯৮ জনে। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩৩ হাজার ৬৩ জনে। এছাড়া সেরে উঠেছেন ৩ কোটি ১৫ লাখ ১৬ হাজার ২২৪ জন।

সংক্রমণের এ তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন।

এর মধ্যে তালিকায় ২৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন। আর এতে মারা গেছেন ২৪ হাজার ৭১৯ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img