শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আল্লামা বাবুনগরী মাওলানা মামুনুল হক মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিল ১৯ মে

ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়ায় জন্য ৭ ডিসেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চের করা রাষ্ট্রদ্রোহের মামলায় হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য ১৯ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ৭ ডিসেম্বর একই আদালতে মামলাটি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের পর মামলা গ্রহণ করেন আদালত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img