আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে হেরাত প্রদেশে চেকপয়েন্টের কাছে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দেশটির কাবুলের আশরাফ ঘানি সরকারের দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলায় আরও দুইজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) পশ্চিমাঞ্চলে হেরাত প্রদেশে চেকপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির কাবুলস সরকারের প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র মুহাম্মাদ রফিক শিরজাই বলেন, সকালে প্রাদেশিক রাজধানী হেরত শহরের উপকণ্ঠে কামার কালাঘে এই ঘটনা ঘটে। নিহত এবং আহত পুলিশদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।