শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নারী রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব

দ্বিতীয় নারী রাষ্ট্রদূত হিসেবে আমাল ইয়াহহিয়া আল-মোয়াল্লিমিকে নরওয়েতে সৌদি দূতাবাসের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াদ কর্তৃপক্ষ।

বুধবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ-এর বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে।

যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের উপস্থিতিতে মঙ্গলবার আল-মোয়াল্লিমিকে অনলাইনে শপথ পড়ান বাদশাহ সালমান। ২০ বছর আগে শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।

সৌদির এই নারী পাঁচ বছর শিক্ষকতা করেছেন এবং এক বছর শিক্ষা প্রশিক্ষণ বিভাগে কাজ করেছেন। এছাড়া তিনি ২০১৯ সাল থেকে সৌদি মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা ও সংস্থার মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে সৌদি আরব প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিল প্রিন্সেস রিমা বিনতে বন্দরকে। তাকে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে গত বছর নিয়োগ দেওয়া হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img