মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বগুড়ায় সাবেক স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

বগুড়ায় সাবেক স্ত্রীকে হত্যা মামলার রায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত রুবেল হক (২৭) বগুড়া শহরের ঠনঠনিয়া শাহপাড়ার আয়নাল হকের ছেলে।

বৃহস্পতিবার বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন জানান, রুবেলের সাথে ২০১৪ সালে শহরের মালগ্রামের বিপ্লবের মেয়ে পিংকির (১৯) বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের বিরোধের এক পর্যায়ে ২০১৭ সালের ১৮ আগস্ট তাদের বিচ্ছেদ হয়। এর সাড়ে চার মাস পর রুবেল সাবেক স্ত্রী পিংকির বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় রুবেলকে আসামি করে সাবেক শ্বশুর বিপ্লব সদর থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ২ জুন আদালতে রুবেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

সূত্র: ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img