শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভারত পেঁয়াজে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দিয়েছে: বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজ নিয়ে ভারতের ওপর নির্ভর না হয়ে স্বাবলম্বী হওয়ার শিক্ষা নিয়েছে বাংলাদেশ। আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজে উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, সরকার পেঁয়াজের জন্য ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে চায়। একইসঙ্গে আগামী তিন বছরের মধ্যে দেশে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ভারতে হাইকমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভারত যেকোনো সময়ে পেয়াজ বন্ধ করে দিতে পারে যদি তাদের ক্রাইসিস হয়। এ থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে; আমাদের আত্মনির্ভরশীল হতে হবে।

তিনি আরও বলেন, আগামী তিন বছরের মধ্যে আমাদেরকে পেয়াজের স্বাবলম্বী হতে হবে। তারা (ভারত) তাদের লোকদের না খাইয়ে আমাদেরকে খাওয়াবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img