বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

শুধুমাত্র জালিয়াতিতে আফগানিস্তানে আমেরিকার ক্ষতি ১৯ বিলিয়ন ডলার

২০০২ সাল থেকে ‘অপচয়, জালিয়াতি ও অপব্যবহারের’ কারণে আফগানিস্তানে আমেরিকার ১৯ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফল আফগান রিকনস্ট্রাকশন (সিগার)-এর নতুন রিপোর্টে এ কথা বলা হয়েছে।

গত ১৯ বছর ধরে চলা আমেরিকার আফগান যুদ্ধের ব্যয়ের উপর নজর রাখছে সিগার।

আমেরিকার এই নজরদারি সংস্থা উল্লেখ করে যে, ২০০২ সালে তালেবান সরকার বিদায় নেওয়ার পর থেকে আফগানিস্তানের পুনর্গঠন প্রক্রিয়ায় মার্কিন কংগ্রেস প্রায় ১৩৪ বিলিয়ন ডলার অনুমোদন করে।

এর মধ্যে ৬৩ বিলিয়ন ডলার ব্যয় পর্যালোচনা করে সিগার, যা মোট ব্যয়ের ৩০%। এতে দেখা যায়, প্রায় ১৯ বিলিয়ন ডলার অপচয়, জালিয়াতি ও অপব্যবহার হয়েছে।

শুধু ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১.৮ বিলিয়ন ডলার অপচয়, জালিয়াতি ও অপব্যবহার হয় বলে সিগারের অডিটে দেখা যায়।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার প্রচেষ্টায় এখন কাতারের রাজধানী দোহায় তালেবান ও মার্কিন সমর্থিত কাবুল সরকারের মধ্যে আলোচনা চলছে।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img