বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ভারতের প্রাক্তন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার আত্মহত্যা

সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর ও নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমার আত্মহত্যা করেছেন।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে, শিমলার ব্রকহর্স্টের বাড়ি থেকে বুধবার রাতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

শিমলার পুলিশ সুপার মোহিত চাওলা ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে অশ্বনী কুমারের আত্মঘাতী হওয়ার খবরটি দিয়েছেন।

পুলিশের দাবি, কী কারণে তিনি আত্মহত্যা করলেন সে বিষয়টি স্পষ্ট নয়। তবে সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে অবসাদে ভুগছিলেন সিবিআইয়ের এই প্রাক্তন ডিরেক্টর।

পুলিশের দাবি, অশ্বিনী কুমারের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।

২০০৬-০৮ সাল পর্যন্ত হিমাচল প্রদেশ পুলিশের ডিজি পদে ছিলেন অশ্বিনী কুমার। ২০০৮-এর অগস্টে সিবিআইয়ের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন। ২০১০ পর্যন্ত ওই পদে কর্মরত ছিলেন। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব পালন করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img