শনিবার, এপ্রিল ২০, ২০২৪

কাশ্মীর থেকে ভারতীয় দখলদাররা সরে গেলে নয়াদিল্লীর সঙ্গে আলোচনা: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবারো বলেছেন যে তিনি প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে তার আগে ভারত দখলকৃত কাশ্মীর থেকে ‘সামরিক অবরোধ’ প্রত্যাহার ও সেখানকার জনগণকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। ভারতীয় দখলদাররা সরে গেলেই কেবল নয়াদিল্লীর সঙ্গে আলোচনায় বসবেন বসব।

১৯৪৭ সালে কাশ্মীরের একটি অংশে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ ও দখলের বার্ষিকীতে এক ছোট ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। এর দুই মাস আগে ভারত ও পাকিস্তান ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

ইমরান খান বলেন, আমি আলোচনার জন্য প্রস্তুত। তবে তার আগে আপনারা কাশ্মীরে যে দখলদারিত্ব কায়েম করে রেখেছেন তার অবসান হতে হবে এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরীদের স্বায়ত্তশাসন ফিরিয়ে দিতে হবে।

২০১৯ সালের আগস্টে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার দখলকৃত কাশ্মীর অঞ্চলের সাংবিধানিক মর্যাদা বাতিল করে। একে দুটি অংশে ভাগ করে কেন্দ্রিয় সরকারের শাসনে নিয়ে আসা হয়। তখন থেকে সেখানে হাজার হাজার সেনা পাঠিয়ে ভারত যে বিধিনিষেধ আরোপ করে রেখেছে তাকে ‘সামরিক অবরোধ’ হিসেবে আখ্যায়িত করেন ইমরান খান।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর ও আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img