বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ মামলায় সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের মামলায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তল্লা রেললাইন এলাকার বাড়ির সামনে থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মাদ নাসির উদ্দিন বলেন, ‘মামলার তদন্তভার গ্রহণের পর থেকে মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর ওরফে গফুর মেম্বারকে আমরা নজরদারিতে রেখেছিলাম। এত দিন পর্যন্ত তাকে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদ করে এসেছি। আমাদের তদন্তে তার গাফিলতি এবং অবহেলার সুস্পষ্ট তথ্য প্রমাণ পেয়েছি। তাই এ মামলায় আমরা তাকে গ্রেপ্তার করেছি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার কারণ উদঘাটনে আমরা তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের কার কার গাফিলতি আছে সেগুলো খতিয়ে দেখছি। ইতোমধ্যে আমরা এসব সংস্থার ১১ জনকে গ্রেপ্তার করেছি। আমাদের তদন্তে যাদের দোষ প্রমাণ হচ্ছে তাদের সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে বিদ্যুতের সর্ট সার্কিট ও গ্যাস পাইপের লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণে প্রায় অর্ধশত মুসল্লি দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জন মারা যান।

সূত্র: ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img