শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

নির্বাচনে হামাসের বিজয়ের সম্ভাবনায় চিন্তিত হয়ে পড়ছে আমেরিকা ও ইসরাইল

ফিলিস্তিনে আগামী মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সম্ভাব্য বিজয়ে চিন্তিত হয়ে পড়ছে আমেরিকা ও দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে টেলিফোন আলাপে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি উদ্বেগ প্রকাশ করলে তিনিও চিন্তিত হয়ে পড়েন।

টেলিফোন আলাপে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের মধ্যে মারাত্মক রকমের বিভক্তির কারণে গাজা ভিত্তিক হামাস মে মাসের নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ আমলে নিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তাকে শান্তনা দেন।

ফিলিস্তিন নিয়ে তিনি দাবি করে বলেন, ফিলিস্তিনে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদেরকে অবশ্যই ‘সহিংসতা’ বন্ধ করতে হবে।

তার দাবি, ফিলিস্তিনে যে দলই ক্ষমতায় আসুক ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে এবং আগে যে সমস্ত চুক্তি হয়েছে তার প্রতি সম্মান জানাতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img