শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চন্দ্র অভিযানের উদ্দেশ্যে হাইব্রিড ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল তুরস্ক

তুরস্ক সফলভাবে তার প্রথম হাইব্রিড ইঞ্জিন পরীক্ষা করেছে, যা চন্দ্র অভিযানে ব্যবহৃত হবে।

আজ (১১ এপ্রিল) রোববার সফলভাবে হাইব্রিড ইঞ্জিনের পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

তুরস্ক ২০২৩ সালের মধ্যে চাঁদের দেশে পা রাখার ঘোষণা দিয়েছে।

এরআগে চলতি বছরের শুরুর দিকে দেশটির ন্যাশনাল স্পেস প্রোগ্রামের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান।

এরদোগান বলেন, আমাদের প্রথম টার্গেট হচ্ছে ২০২৩ সালের মধ্যে চাঁদের দেশে পা রাখা। আমার বিশ্বাস তুরস্কের জন্মশতবার্ষিকীতে আমাদের প্রকৌশলীরা এই মিশন বাস্তবায়নে সক্ষম হবে।

তিনি জানান, আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মঙ্গলে একটি স্পেসপোর্ট নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করবে তুরস্ক।

দেশীয় প্রযুক্তিতে তৈরি তুরস্কের প্রথম স্যাটেলাইট আইএমইসিই। এটি তুরস্কের সামরিক ও বেসামরিক উদ্দেশ্য হাসিলে ভূমিকা রাখবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img