শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমরা সর্বশক্তি দিয়ে করোনাকে মোকাবিলা করব: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা কাউকেই অবহেলা করবো না। আমরা সর্বশক্তি দিয়ে করোনাকে মোকাবিলা করব।

রোববার (১১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, করোনা ভাইরাসের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার দ্বিতীয় দফায় লকডাউন জারি করলেও উন্নয়ন প্রকল্পের কোনো কাজ বন্ধ থাকছে না। এখন সরকারের প্রধান দায়িত্ব মানুষকে সুরক্ষা দেওয়া। ফলে সরকারের মনোযোগে উন্নয়ন প্রথম থেকে দ্বিতীয় ধাপে নেমে যাবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, এই মুহূর্তে সরকার ও প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্ব মানুষকে সুরক্ষা দেওয়া। এই সরকার সবচেয়ে উন্নয়নবান্ধব সরকার এবং ভয়ঙ্কর রকমের একটা উন্নয়নের গতি তুলে এনেছিল। কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে মানুষ বাঁচানোর প্রয়োজনে মনোযোগের দিক থেকে স্বাভাবিকভাবে উন্নয়ন প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে নেমে যাবে। তবে এটুকু বলতে পারি, আমরা দুটি কাজই করবো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img