বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বিজেপির গলায় দড়ি দিয়ে মরা উচিত: মমতা বন্দোপাধ্যায়

পশ্চিমবঙ্গে নির্বাচনে চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে ভারতের কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আজ শনিবার চারজনের মৃত্যুর ঘটনায় হিন্দুত্ববাদী বিজেপির তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দুত্ববাদী বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়ে তিনি বলেন, এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক আমি অমিত শাহর পদত্যাগ দাবি করছি। বিজেপির গলায় দড়ি দিয়ে মরা উচিত। বিজেপি মিথ্যে কথা বলে।

এদিন শীতলকুচিতে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা, শীতলকুচির জোড় পাটকির ১৩৬ নম্বর বুথে ভারতের কেন্দ্রীয় বাহিনী গুলি করে ৪জনকে হত্যা করে। এই ৪জনই মুসলিম বলে জানা গেছে।

সাধারণ মানুষকে মমতা বন্দোপাধ্যায় বলেন, আপনাদের একমাত্র রক্ষাকবচ তৃণমূল। অন্য আর কেউ নয়। আমরা ভাগাভাগি করি না। আমরা সবার জন্য করি, সব ধর্মের জন্য করি।

তিনি বলেন, বিজেপি প্রতারণা করছে। ভুল বোঝাচ্ছে। ওরা এনপিআর, এনআরসি করবে। আসামি দেখেছেন কিভাবে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে তেমনি এখানে ওরা একই জিনিস করবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img