বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৩ সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

রাষ্ট্রদ্রোহের দায়ে তিন সৈনিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

শনিবার (১০ এপ্রিল) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।

এতে বলা হয়, ওই তিন সৈনিকের নাম মুহাম্মাদ বিন আহমেদ বিন ইয়াহিয়া আকম, শাহের বিন ঈসা বিন কাসিম হাক্কাবী এবং হামাউদ বিন ইব্রাহিম বিন আলী হাজমী।

এই তিনজন শত্রুদের সাহায্য করতে সেনাবাহিনীর স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে সৌদি প্রেস এজেন্সিতে দাবি করা হয়।

মৃত্যুদণ্ড কার্যকরের পর তিন অভিযুক্তের বিরুদ্ধে নিন্দা জানিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী যারা শপথের মাধ্যমে সৌদি আরবের স্থিতিশীলতা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। তাদের প্রতি সরকারের আস্থা আছে। সৌদি আরবে সেনা সদস্যদের সাজার ঘটনা বিরল।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জানায়, ২০১৯ সালে রেকর্ড সংখ্যক ১৮৪ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img