শনিবার, এপ্রিল ২০, ২০২৪

কুরআনের শিক্ষা দুনিয়া ও আখেরাতে মানুষকে সম্মানিত করে : আল্লামা নূরুল ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জেহাদী বলেছেন, দুনিয়ার সকল শিক্ষার উত্তম শিক্ষা হচ্ছে কুরআনের শিক্ষা। যে শিক্ষা মানুষকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করতে পারে। আজ ইসলামী শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় চরম রূপ ধারণ করেছে। এ থেকে পরিত্রাণ পেতে দ্বীনি শিক্ষা আমাদের অর্জন করতে হবে। আমাদের ছেলে ও মেয়েদের এই শিক্ষায় গড়ে তুলতে হবে। এই জন্য মাদারিসে কাওমীয়াগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জান ও মাল দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানে সহযোগিতা করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব।

গত মঙ্গলবার (২ মার্চ) বিশিষ্ট আলেম মরহুম আব্দুল আজিজ রহ. প্রতিষ্ঠিত বালাগন্জ উপজেলার দারুল উলুম সোনাপুর রূপাপুর মাদ্রাসার বার্ষিক জলসা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ওলি উল্লাহ ও মাওলানা সালমান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক জলসায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ মাওলানা রেজাউল করীম জালালী, মুফাসসিরে কুরআন মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরী, শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা জাহাঙ্গীর খান, মাওলানা শফি উল্লাহ আশরাফী, প্রমূখ ।

জলসায় বার্ষিক রিপোর্ট পেশ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার মুহতামিম লন্ডন প্রবাসী শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক বার্ষিক জলসাকে সফল করায় এলাকবাসী, বিশেষ করে প্রবাসীদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img