শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

জুম’আর নামাজের জন্য আবারও মসজিদ খুলে দিচ্ছে আমিরাত

জুম’আর নামাজের জন্য আবারও মসজিদ খুলে দিচ্ছে আরব আমিরাত। আগামী ৪ ডিসেম্বর থেকে মসজিদগুলো খুলে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক ঘোষণায় সরকারের এ সিদ্ধান্তের কথা জানায়।

করোনা মহামারীর কারণে গত জুলাই থেকে মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকলেও জুম’আর নামাজ বন্ধ ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নামাজ শুরুর আগে মসজিদের দ্বার খুলতে হবে, নামাজ সম্পন্ন হওয়ার ৩০ মিনিট পর মসজিদ বন্ধ করে দিতে হবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় এবং নামাজ আদায়ের সময় পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে।

ঘোষণায় বলা হয়েছে, মুসল্লিরা মসজিদে প্রবেশ করে দরজার হাতল ধরতে পারবেন না। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে হবে।

আমিরাতে করোনা মহামারি দেখা দিলে গত মধ্য মার্চ থেকে মসজিদে নামাজ আদায় স্থগিত করে। এরপর গত ১ জুলাই থেকে ধীরে ধীরে মসজিদের নামাজ আদায়ে শিথিলতা আনে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬১ হাজার ৩৬৫ জন। আর এতে আক্রান্ত এখন পর্যন্ত মারা গেছেন ৫৫৯ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img