বৃহস্পতিবার, মে ২, ২০২৪

ইরানে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করল কাতার

ইরানের জ্বালানিমন্ত্রী রেজা আরদাকানিয়ান জানিয়েছেন, কাতার আনুষ্ঠানিকভাবে ইরানে একজন বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করেছে। প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করার অংশ হিসেবে কাতার এই পদক্ষেপ নিল।

রেজা আরদাকানিয়ান জানান, ইরান হচ্ছে চতুর্থ দেশ যেখানে কাতার বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করলো। এর আগে দেশটি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করেছে।

রেজা আরদাকানিয়ান বলেন, কাতারের এই পদক্ষেপের অর্থ হল দেশটি ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গভীর করার জন্য আন্তরিক।

এদিকে ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের নিউজ ওয়েবসাইট পাভেন থেকে জানানো হয়েছে যে, রেজা আরদাকানিয়ান এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলী বিন আহামদ আল-কুওয়ারি মঙ্গলবার জ্বালানি এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন।

এ চুক্তির আওতায় দু দেশের মধ্যে পানি, সুয়ারেজ ট্রিটমেন্ট, বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাসের ১৪টি খাতে দু দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে। ইরান ও কাতার হচ্ছে বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুই শক্তি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img