বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিশ্বে নেতৃত্ব দিতে আমেরিকা প্রস্তুত: বাইডেন

আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার অভিজ্ঞ ছয় কূটনীতিক ও নীতিনির্ধারকদের পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন, আমেরিকা ফিরে এসেছে। বিশ্বে নেতৃত্ব দিতে আমেরিকা প্রস্তুত।

এসব কূটনীতিক ও নীতিনির্ধারকদের নিয়ে তিনি তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক টিম গঠন করছেন।

এ টিমে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী, গোয়েন্দাপ্রধান, জাতিসংঘ এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক রাষ্ট্রদূত।

তবে বাইডেনের মনোনয়নের পর সিনেটের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে এই টিমকে। বাইডেন বলেন, এ টিম আমেরিকার বৈশ্বিক ও নৈতিক নেতৃত্ব পুনরুদ্ধার করবে।

এ সময়ে ছয় নারী ও পুরুষ মাস্ক পরে তার পেছনে দাঁড়ানো ছিলেন।

বাইডেন আরও বলেন, আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই, যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন, যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি।

তিনি বলেন, ২০ জানুয়ারি তার দায়িত্ব গ্রহণ এবং ট্রাম্পের হোয়াইট হাউস ছাড়ার পর যুক্তরাষ্ট্র আবারও নেতৃত্বের আসনে বসবে এবং বিরোধীকে মোকাবেলা করবে; কিন্তু মিত্রকে অস্বীকার করবে না।

তিনি আরও বলেন, এটি এমন একটি টিম যা আমেরিকার ফিরে আসার প্রতিনিধিত্ব করে। পিছু হটা নয়, আমেরিকা এখন বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img