বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

দেশে কর ও রাজস্ব আদায় বাড়ছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০০৫-২০০৬ অর্থবছরে আয়কর আদায় হয়েছিল মাত্র ৭ হাজার কোটি টাকা। বর্তমানে তা ১২ গুণ বেড়ে দাঁড়িয়ে হয়েছে প্রায় ৮৫ হাজার কোটি টাকা। ২০০৫-০৬ অর্থবছরে মোট রাজস্ব আদায় ছিল ৩৪ হাজার কোটি টাকা। বর্তমানে সাড়ে সাত গুণ বেড়ে অঙ্কটা দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার কোটি টাকা। এটি একটি অসাধারণ অর্জন। দেশে কর ও রাজস্ব আদায় বাড়ছে।

বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আয়োজনে ২০২০-২১ করবর্ষে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, রাষ্ট্রের উন্নয়নে কিছু করার দায়বদ্ধতা থেকেই যোগ্য সবাইকে কর দেওয়া উচিত। ব্যবসা করে অর্থ উপার্জন করা অপরাধ নয়। কিন্তু আমাদের সবারই দায়বদ্ধতা আছে।

তিনি বলেন, গত ১০ বছরে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃত্তি অর্জিত হয়েছে। বাংলাদেশ মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে। অর্থনীতির সকল মানদণ্ডে করোনার মধ্যেও সবার ওপরে বাংলাদেশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img