বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এবার আর ‘অটো পাস’ নয়; দেরি করে হলেও অনুষ্ঠিত হবে পরীক্ষা

দেশে ‘অটো পাস’ নিয়ে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তা থেকে বেরিয়ে আসতে চায় শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। তাই দেরি করে হলেও এবারের এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বোর্ড।

২০২১ সালের এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক গণমাধ্যমকে বলেছেন, সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়া হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে এসএসসি সমমান পরীক্ষার্থীদের ৬০ দিনের এবং এইচএসসি সমমান পরীক্ষার্থীদের ৮০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলে ক্লাস নিয়ে সিলেবাস শেষ করা হবে। সিলেবাস যতটুক শেষ করা হবে, ততটুকুর মধ্যে পরীক্ষা নেওয়া হবে।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমবে জানিয়েছিলেন, পরীক্ষার বিকল্প ভাবছেন না তারা। আর পরীক্ষার সময়সূচী দুই সপ্তাহ আগেই জানানো হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img