শনিবার, এপ্রিল ২০, ২০২৪

এবার ডেপুটি গভর্নরকেও বরখাস্ত করলেন এরদোগান

ইনসাফ | নাহিয়ান হাসান


প্রধান গভর্নরকে বরখাস্তের দুই মাস পর তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের চারজন ডেপুটি গভর্নরের একজনকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

মঙ্গলবার (২৫ মে) রাত্রিকালীন একটি সরকারি ডিক্রি জারি করা হয়।

ডিক্রিতে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ওগুজহান ওজবাসকে অপসারণ করে তার পদে সেমিহ তুমেনকে নিয়োগের আদেশ জারি করা হয়।

এর আগে মার্চে তীব্র সুদহার বেড়ে গিয়ে মূল্যস্ফীতি ঘটার দু’দিন পর কেন্দ্রীয় ব্যাংক প্রধান নাজি আগবালকে বরখাস্ত করে তার জায়গায় দেশটির সাবেক ক্ষমতাসীন দলের আইন প্রণেতা যিনি কঠোর মুদ্রানীতির কট্টর সমালোচক তাকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট এরদোগান।

তাছাড়া, করোনা মহামারীর কবলে পড়া বিশ্ব অর্থনীতির প্রভাব তুর্কী অর্থনীতিতেও এসে পড়ে, যার ফলে লিরার মূল্যহীন আপেক্ষিক দরপতন ঘটে।

গত সোমবারের সর্বশেষ তথ্য অনুযায়ী তুর্কী লিরার মান অত্যন্ত ধীরগতিতে বেড়ে এখন ১ ইউএস ডলার সমান ৮.৪০ এ পৌঁছেছে।

তাছাড়া তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপি ছিলো ৫.১ ট্রিলিয়ন লিরা যা ৭১৭.১ বিলিয়ন ডলারের সমপরিমাণ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img