শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

উত্তেজনার মধ্যেই মুখোমুখি বাইডেন-পুতিন

প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামনাসামনি বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় এই সামিট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ মে) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের পূর্বাভাস এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নেতারা চাপ সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করার পর এই প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। আগামী ১১-১৩ জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া জি-৭ সম্মেলনে অংশ নেবেন তিনি।

পরদিন ১৪ জুন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img