শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

যুবলীগ কর্মীকে ইট দিয়ে মাথা থেঁতলে ও কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সোলায়মান নামে যুবলীগের এক কর্মীকে প্রকাশ্যে ইট দিয়ে মাথা থেঁতলে ও কুপিয়ে হত্যার করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুন) দুপুরে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোলায়মান রূপগঞ্জ উপজেলা পরিষদ চত্বর এলাকার মজিদ শিকদারের ছেলে।

পরিবারের দাবি, সোলায়মান যুবলীগ কর্মী ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছের সঙ্গে যুবলীগকর্মী সোলায়মানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে ইতিপূর্বে তাদের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে।

চেয়ারম্যান ও তার সমর্থকরা সোলায়মানের নামে অন্তত এক ডজন মামলা দিয়ে তাকে সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। গত ২৮ মে চেয়ারম্যান ও সোলায়মান সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষ হলে এ নিয়ে চেয়ারম্যান আলমাছ বাদী হয়ে সোলায়মানসহ ২৫ জনকে আসামি করে থানায় আরও একটি মামলা দায়ের করেন।

এর জের ধরে মঙ্গলবার (২ জুন) দুপুরে প্রতিপক্ষের লোকজন সোলায়মানকে একা পেয়ে নামাপাড়া এলাকায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তারা ইট দিয়ে সোলায়মানের মাথা থেঁতলে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ ঘটনা আশপাশের লোকজন দেখতে পেয়ে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

খবর পেয়ে সোলায়মানের আত্মীয়স্বজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল মুহাম্মাদ সায়েদ জানান, নিহত সোলায়মানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img