শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

মাওলানা আরশাদ মাদানীর উচিত ওয়াসীর দলকে সমর্থন দেওয়া: মাওলানা সালমান নদভী

অরাজনৈতিক সামাজিক সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও সদ্য আমিরুল হিন্দ নির্বাচিত মাওলানা আরশাদ মাদানীকে সক্রিয় রাজনীতিতে মুসলিমদের নেতৃত্ব দিতে আমির হওয়ার নয়তো আসাদ উদ্দীন ওয়াসীর নেতৃত্বাধীন মজলিসে ইত্তিহাদুল মুসলিমীনকে সমর্থন দেওয়ার আহবান জানিয়েছেন ভারতের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আলেমে দ্বীন মাওলানা সাইয়্যেদ সালমান নদভী।

মঙ্গলবার (২৭ জুলাই) ভারতের দোবগায় জমিয়তে শাবাবে ইসলামের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় তিনি একথা বলেন।

সালমান নদভী বলেন, মুসলিমদের রাজনৈতিক প্রভাব না থাকা, একতা ও ঐক্যমতের দুর্বলতার সুযোগকে রাজনৈতিক ময়দানে অপব্যবহার করা হচ্ছে। তাই সার্বিক কল্যাণে সক্রিয় রাজনীতির ময়দানে আমাদের এগিয়ে আসতে হবে এবং ওই দলকে সমর্থন দিতে হবে যারা সর্বক্ষেত্রে নিজেদের নিঃস্বার্থ কর্মকাণ্ডের মাধ্যমে জাতির পাশে দাঁড়াচ্ছে। কারণ স্বাধীনতার পর থেকেই মুসলিমরা শুধুমাত্র ভোটব্যাংক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

তিনি বলেন, জমাট শব্দের তুড়ি ছুটানো ও কাগুজে ওয়াদা ছাড়া মুসলিমদের বৈধ রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও তা প্রয়োগের ক্ষেত্রে বাস্তব কিংবা কার্যকরী কোনো অগ্রগতি এখনো সাধিত হয়নি। তাই সম্প্রতি আমিরুল হিন্দ নির্বাচিত হওয়া জমিয়তে ওলামায়ে হিন্দের জাতীয় সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানীর উচিত রাজনৈতিক ক্ষেত্রেও আমির হিসেবে মুসলিমদের নেতৃত্ব দেওয়া। আর নাহয় আসাদ উদ্দীন ওয়াসীর নেতৃত্বাধীন দল মজলিসে ইত্তিহাদুল মুসলিমীনকে সমর্থন দেওয়া। কারণ, মজলিস প্রধান আসাদ উদ্দীন ওয়াসী ধর্মীয় ও জাতীয় বিষয়াদিতে দূরদর্শী হওয়ার পাশাপাশি শরয়ী উসুলগুলোও মেনে চলেন। তাই মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানীর উচিত আসাদ উদ্দীন ওয়াসীর সমর্থনে আপিল জারি করে দেওয়া, যা বর্তমান বিবেচনায় অত্যন্ত জরুরি।

আসন্ন বিধানসভা নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, সময় এসেছে নিজেদের শক্তিশালী অবস্থান সম্পর্কে জানান দিতে শক্তিশালী রাজনৈতিক কৌশল অবলম্বন করার এবং যে গর্তে ফেলে রাজনৈতিক ফায়দা লুটেরারা মুসলিমদের বারবার দংশন করে যাচ্ছে, বারবার সে গর্তে পড়া থেকে বেড়িয়ে আসার। এজন্য মুসলিমদেরকে নিজেদের কাতারে ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি।

সালমান নদভী আরো বলেন, দেশে মুসলিমদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নেতা হিসাবে ব্যারিস্টার আসাদ উদ্দীন ওয়াসী থেকেও মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী বেশি উপযুক্ত।

কারণ স্বরূপ তিনি অতীতে জমিয়তে ওলামায়ে হিন্দের প্লাটফর্ম থেকে নির্গত একটি রাজনৈতিক দলের কথা স্মরণ করিয়ে দেন এবং ওই দলটিকে এখন আবার সক্রিয় ও কার্যকরী ভূমিকায় নিয়ে আসার সঠিক সময় বলে উল্লেখ করেন।

অপরদিক বিবেচনায় আসাদ উদ্দীন ওয়াসীর ব্যাপারে বলতে গিয়ে সালমান নদভী বলেন, মজলিসে ইত্তিহাদুল মুসলিমীন প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দীন ওয়াসী ও জমিয়তে ওলামায়ে হিন্দের জাতীয় সভাপতি মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী দু’জনই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য, বর্তমানে যার নেতৃত্ব দিচ্ছেন মাওলানা সাইয়্যেদ রাবে হাসানী নদভী। আর এই দুই বিশিষ্ট আকাবিরে হযরতের (সাইয়্যেদ আরশাদ মাদানী ও সাইয়্যেদ রাবে’ হাসানী নদভী) উচিত মুসলিমদের রাজনৈতিক মূল্যবোধ শক্তিশালী করণ ও তাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় আসাদ উদ্দীন ওয়াসীর নেতৃত্বাধীন মজলিসে ইত্তিহাদুল মুসলিমীনকে সমর্থন দেওয়া। কারণ, দেখা যাচ্ছে যে মুসলিমরা সর্বদা ধর্মনিরপেক্ষতার দাবীদারদের পাশে থাকার পরেও ফলাফল আসছে শূন্য! আর এটা জ্ঞানীদের জন্য খুবই চিন্তার বিষয়।

কেনো জামাতে ইত্তিহাদুল মুসলিমীনকে সবার সমর্থন করা উচিত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই দলটিকে সবার এজন্য সমর্থন দেওয়া উচিত, কেননা তার নেতৃত্বে রয়েছেন ব্যারিস্টার আসাদ উদ্দীন ওয়াসী। যিনি শুধু উম্মাহ এবং জাতী দরদী নেতাই নন বরং দ্বীনি বিষয়াদির সাথে সখ্যতা থাকার পাশাপাশি তিনি শরীয়তের উসুলগুলোও মেনে চলেন। তাছাড়া হায়দ্রাবাদ, মহারাষ্ট্র ও সাম্প্রতিক নির্বাচনে বিহারে জনগণকে তিনি তার রাজনৈতিক অবস্থানের ব্যাপারে দৃঢ়তার জানান দিয়েছেন। শুধু তাই নয়, পার্লামেন্ট হাউজে যেখানে অন্যান্য দলের মুসলিম সদস্যদের পায়ে স্বার্থের অদৃশ্য বেড়ি দিয়ে আটকে রাখা হয়, সেখানে তিনি মুসলিমদের দৃঢ় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন।

মাওলানা সালমান নদভী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, বর্তমানে যতক্ষণ পর্যন্ত না মুসলিমরা রাজনৈতিক ভাবে শক্তিশালী হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সমস্যা বহাল তবিয়তে একই থাকবে।

প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।

১৯১৯ সালে প্রতিষ্ঠিত জমিয়তে উলামায়ে হিন্দ প্রতিষ্ঠাকাল থেকেই ভারতীয় মুসলমানদের ধর্মীয় বিষয়াদির সমাধান ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার লক্ষ্যে একজন আমিরুল হিন্দ নির্বাচন করার প্রয়োজন অনুভব করে।

সে লক্ষ্য বাস্তবায়নে রেশমী রুমাল আন্দোলনের মহানায়ক শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী (রহ.) (১৮৫১-১৯২০) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তখন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এই সিদ্ধান্ত গৃহীত না হলেও প্রাদেশিক পর্যায়ে বিহার রাজ্যে এর বাস্তবায়ন করা সম্ভব হয়। পাশাপাশি গোটা ভারতের জন্য একজন আমিরুল হিন্দ নির্বাচন করার চেষ্টা অব্যাহত থাকে।

সে ধারাবাহিকতায় ১৯৮৬ সালের নভেম্বরে পুরো ভারতবর্ষে ইমারাতে শারইয়্যাহ হিন্দের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দিল্লিতে একটি বৃহত্তর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সর্বপ্রথম আমিরুল হিন্দ হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাওলানা হাবিবুর রহমান আজমী (রহ.) (১৯০১-১৯৯২)।

১৯৯২ সালে মাওলানা হাবিবুর রহমান আজমীর ইন্তেকালের পর দ্বিতীয় আমিরুল হিন্দ হিসেবে নির্বাচিত হন জমিয়তে উলামায়ে হিন্দের তৎকালীন সভাপতি মাওলানা সাইয়্যেদ আসআদ মাদানী (রহ.) (১৯২৮-২০০৬)।

তার ইন্তেকালের পর ২০০৬ সালে তৃতীয় আমিরুল হিন্দ হিসেবে নির্বাচিত হন দারুল উলুম দেওবন্দের দীর্ঘ ২৮ বছরের মুহতামিম মাওলানা মারগুবুর রহমান বিজনুরী (রহ.)।

২০১১ সালে তার ইন্তেকালের পর চতুর্থ আমিরুল হিন্দ হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাওলানা ক্বারী উসমান মানসুরপুরী (রহ.)।

গত মে মাসে তার ইন্তেকালের পর চলতি মাসের শনিবার (৩ জুলাই) অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে পঞ্চম আমিরুল হিন্দ হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী। আর তার সহযোগী হিসেবে নির্বাচিত হন মুফতি সালমান মানসূরপুরী।

সূত্র: বাসিরাত অনলাইন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img