মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত এবং ৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (২৮ জুলাই) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার বার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ৪ জন ও নেত্রকোনার একজন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহের ৬ জন ও জামালপুরের একজন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৪৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।

এদিকে, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৫৮টি নমুনা পরীক্ষা করে ৪৪০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img