বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

উত্তর প্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি মানবাধিকারের পরিপন্থী: দেওবন্দের মুহতামিম

হিন্দুত্ববাদী ভারতের উত্তর প্রদেশে (ইউপি) যোগী সরকার প্রণীত নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের কঠোর সমালোচনা করেছেন বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী।

রবিবার (১১ জুলাই) ইউপির উগ্র হিন্দুত্ববাদী যোগী সরকার কঠোরভাবে জন্মনিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন জনসংখ্যা আইন ২০২১-৩০ কার্যকরের অনুমোদন দিলে এর কঠোর সমালোচনা করেন তিনি।

ক্রমবর্ধমান জনসংখ্যাকে উন্নতির পথে অন্তরায় বিবেচনা করে অমানবিকভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন, মানবাধিকারের সম্পূর্ণ বিরোধী বলে উল্লেখ করেছেন দেওবন্দের এই মুহতামিম।

জনসংখ্যা হ্রাসে কঠোরভাবে জন্মনিয়ন্ত্রণের লক্ষ্যে প্রণীত নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের কঠোর সমালোচনা করে এই দেওবন্দের মুহতামিম বলেন, যদি কোনোভাবে দুইয়ের অধিক সন্তানের জন্ম হয়ে যায়। আর একারণে ওই সকল বাচ্চাদের সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়, এক্ষেত্রে ওই (দুইয়ের পরে জন্মানো) বাচ্চাদের দোষটা কী?

তিনি বলেন, এই আইনের ভিত্তি ইনসাফের দিকে লক্ষ্য করে নয়। এটা অন্যায়। এধরণের বিষয়ে ন্যায্য অধিকার নিশ্চিত করে এমন আইন প্রণয়নের পাশাপাশি বৈশ্বিক ও জাতীয় জনসংখ্যা নীতি এবং পরিসংখ্যানকে প্রাধান্য দিতে হয়।

জনসংখ্যা নিয়ন্ত্রণের নতুন পলিসিটি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর লোকজনের কাছেই অপছন্দনীয়। তাছাড়া দুইয়ের অধিক সন্তান জন্মদানকারী বাবা-মাদের যদি এই অপরাধে শাস্তি দেওয়া হয়, তবে তার খারাপ প্রভাব সরাসরি তাদের সন্তানদের উপর গিয়ে পড়বে।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার গত রোববার নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন ২০২১-৩০ কার্যকরের ঘোষণা দেন।

নতুন আইনের খসড়া মোতাবেক দুইয়ের অধিক সন্তানধারীরা দুইয়ের অধিক সন্তান জন্মদানের কারণে শাস্তি পাবেন। তাদেরকে সরকারি চাকরি থেকে বঞ্চিত রাখা হবে। তারা সরকারি চাকরি জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারবে না তারা।

শুধু তাই নয়, এক বা একাধিক সন্তানধারীদের সরকারের পক্ষ থেকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে। তার বিপরীতে দুইয়ের অধিক সন্তান জন্মদানকারীদেরকে প্রায় ৭৭ ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে।

অপরদিকে হিন্দুত্ববাদী দেশটির বিশেষজ্ঞ ও বংশপরম্পরা নিয়ে গবেষণাকারী গবেষকরা বলছেন বর্তমানে উত্তর প্রদেশ কিংবা দেশে এধরণের আইন কার্যকরের কোনো প্রয়োজন নেই। এধরণের আইন কার্যকরের কোনো মানে হয় না। কেননা জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো পর্যায়েই এধরণের আইনকে স্বীকৃতি দেওয়া হয় না।

তাছাড়া এর আগে বিশ্ব হিন্দু পরিষদও এধরনের আইন কার্যকরের বিরোধিতা করেছিলো। কারণ, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্যমতে তখন ভারতের জনসংখ্যার হার ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছিলো।

সার্ভে সংস্থাটির তথ্যমতে ২০১৫ সালে যেখানে পুরো দেশে জনসংখ্যা অবনতির হার ছিলো ২.২ শতাংশ সেখানে উত্তর প্রদেশে ছিলো ২.৭ শতাংশ করে!

বিশেষজ্ঞগণ পরিসংখ্যানের বরাতে বলছেন, যদি শুধুমাত্র একটি সন্তান জন্মদান ও লালন-পালনে উদ্বুদ্ধ করা হয় তবে জনসংখ্যার আনুপাতিক হারের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে।

সূত্র: বাসিরাত অনলাইন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img