বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি: ট্রাম্প

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভুল। আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি, এতে আমাদের কয়েক ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং আরও খারাপ হয়েছে। কেননা, পুনর্গঠনের কাজ করতে হচ্ছে। সেখানে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন বলে বুধবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

আফগানিস্তান ইস্যুতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, তিনি সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে নিশ্চয়ই অন্যভাবে কাজ করতেন।

ক্ষমতায় থাকাকালীন ইরাক, সিরিয়া এবং আফগানিস্তান থেকে সেনা তুলে নেওয়ার কথা জানান ট্রাম্প। ওই সব দেশে মার্কিন সেনাদের সময় নষ্ট এবং অর্থের অপচয় হচ্ছে বলে মনে করেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img