বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ভারতে প্রাচীন মসজিদ গুড়িয়ে দিয়েছে বিজেপি সরকার, পাকিস্তানের তীব্র নিন্দা

ভারতের হারিয়ানায় একটি প্রাচীন মসজিদ গুড়িয়ে দিয়েছে দেশটির হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একে সংখ্যালঘু মুসলিমদের মানবাধিকারের উপর আরেকটি আক্রমণ বলে অভিহিত করেছে পাকিস্তান।

মঙ্গলবার (২৪ আগস্ট) হারিয়ানা রাজ্যের ফরিদাবাদে অবস্থিত প্রাচীন মসজিদে বিলালকে গুড়িয়ে দেয় ভারত। যা হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দ্বারা শাসিত।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের (এফও) মুখপাত্র অসীম ইফতিখার আহমদ বলেন, বিজেপি-শাসিত হরিয়ানায় ভারতীয় কর্তৃপক্ষ বিজেপি-আরএসএস নিয়ন্ত্রিত বিচার বিভাগের সাথে যোগসাজশে প্রাচীন বিলাল মসজিদ অন্যায়ভাবে ধ্বংস করার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।

মুসলমানদের এবং তাদের মসজিদলোকে হিন্দুত্ববাদ-চালিত বিজেপি-আরএসএস জোটের চিরস্থায়ী টার্গেট উল্লেখ করে তিনি বলেন, এটি মনে করিয়ে দেয় যে, ভারতীয় সুপ্রিম কোর্ট নভেম্বর ২০১৯ সালে একটি বিতর্কিত রায়ে চরমপন্থী হিন্দু দলগুলোকে ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের অনুমতি দিয়েছিল, যা ১৯৯২ সালে হিন্দু উগ্রপন্থীরা ভেঙে ফেলেছিল। প্রকাশ্যে বাবরি মসজিদ ধ্বংসকারী বলে প্রমাণিত ও চিহ্নিত অপরাধীদের খালাস দেওয়ার ক্ষেত্রে ভারতীয় বিচার বিভাগও দোষী ছিল।

তিনি আরও বলেন, ২০০২ সালে গুজরাটে এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক হামলার সময় মুসলিমদের এবং তাদের মসজিদগুলোর উপরে রাষ্ট্রীয় সহযোগিতায় আক্রমণ করা হয়েছিল কোনও বিচারিক জবাবদিহিতা ছাড়াই। ভারত অধিকৃত কাশ্মীরে এবং ভারতে মুসলমান, তাদের ধর্মীয় স্থান ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নিরবচ্ছিন্নভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, ওআইসি এবং প্রাসঙ্গিক মানবাধিকার সংগঠনগুলোকে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের উপরে পদ্ধতিগত ও নিষ্ঠুরভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য ভারতকে জবাবদিহি করাতে আহ্বান জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, আমরা ভারতের প্রতিটি সংখ্যালঘুর সুরক্ষা, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানাই, যার মধ্যে মুসলিম এবং তাদের উপাসনালয় ও সাংস্কৃতিক স্থানও রয়েছে।

সূত্র: ডন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img