শনিবার, মে ১১, ২০২৪

ইসলাম প্রতিষ্ঠা হলে সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে: মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, ইসলাম প্রতিষ্ঠা হলে সকল দল ও মতের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গঠন কেবল ইসলামেই সম্ভব। তাই তাগুতি শক্তির সংশ্রব ত্যাগ করে একমাত্র ইসলামকে বিজয়ের মানসিকতা নিয়ে সবাই এক হতে পারলে এদেশে ইসলাম প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র।

মঙ্গলবার (২৪ আগস্ট) বরিশালের চরমোনাই মাদরাসায় আগত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শোষিত বঞ্চিত মজলুম মানুষের মুক্তির ঠিকানা একমাত্র ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতবাদে শান্তি আসতে পারে না। বিশ্ব মুসলিম উম্মাহর মুক্তির একমাত্র ঠিকানা ইসলাম। বিশ্বব্যাপী জুলুম, নির্যাতন, শোষণ-বঞ্চনা, দখল-দারিত্বের হাত থেকে বাঁচতে ইসলামের বিকল্প নেই।

তিনি আরও বলেন, সংগঠন যত বড় হবে তত সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারও হবে। এজন্য সকলকে সজাগ ও সতর্ক থেকে কাজকর্ম চালিয়ে যেতে হবে। যে কোন ধরণের বিতর্ক এবং ফেতনা-ফাসাদ থেকে মুক্ত থাকতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img