মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

সোমালিয়া থেকেও সেনা প্রত্যাহার করতে পারেন ট্রাম্প

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার দেশ সোমালিয়া থেকেও মার্কিন সেনা প্রত্যাহার করতে পারেন।

ডেমোক্র্যাট দলের বিজয়ী প্রার্থী জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগেই তিনি এসব সেনা প্রত্যাহার করতে পারেন। খবর পার্সটুডে’র।

এর আগে, মার্কিন প্রশাসন ইরাক ও আফগানিস্তান থেকে বিরাট সংখ্যক সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করেছে।

এরপরই সোমালিয়া থেকে সেনা প্রত্যাহারের খবর বের হলো। বলা হচ্ছে- সোমালিয়া থেকে প্রায় সব সেনা প্রত্যাহার করবে আমেরিকা।

আগামী ২০ জানুয়ারি জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন বলে কথা রয়েছে।

আমেরিকার কয়েকজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তর সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করার বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায় নি তবে সেখান থেকে সেনা ফেরত আনার ব্যাপারে জল্পনা চলছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img