বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

সিলেটের জকিগঞ্জে অনুসন্ধান কূপে সফলতার আলামত দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এটি বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৫ জুন) সকাল সোয়া ১০টায় ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এই কোম্পানিটি।

কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) এবং ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক।

কূপটিতে মোট ৪টি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।

বাপেক্স জানায়, প্রথম ধাপের পরীক্ষা শুরু হয়েছে। কতটুকু গ্যাস রয়েছে সেটা সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img