বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

অনশনে ইসরাইলের কারাগার থেকে পালিয়ে গ্রেফতার হওয়া সেই ৬ ফিলিস্তিনী

বর্বরোচিত শাস্তি বন্ধে এবার অনশন ধর্মঘট শুরু করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগার থেকে পালিয়ে পুনরায় গ্রেফতার হওয়া সেই ৬ ফিলিস্তিনি মুসলিম।

মঙ্গলবার (৫ অক্টোবর) এক বন্দি মুহাম্মাদ আল-আরদাহ্’র আইনজীবী এ তথ্য জানান।

গণমাধ্যমকে তিনি বলেন, আশকালোন কারাগারে বন্দি ফিলিস্তিনী মুহাম্মাদ আল-আরদাহ সেখানে ভয়াবহ নিপীড়ণের মধ্যে রয়েছেন। সেটি বন্ধে এবং উন্নত কারাজীবনের দাবিতে গেলো বুধবার থেকে আরদাহ্ অনশনে রয়েছেন।

গেলো মাসে, কারাগার থেকে পালানোর অপরাধে ৬ ফিলিস্তিনী বন্দিকে তথাকথিত বিচারের মুখোমুখি করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সে অনুসারে, নির্জন কারাবাসে তাদেরকে রাখা হয়েছে; সেটি একবছর পর্যন্তও বাড়তে পারে। দু’মাস পর্যন্ত পরিবারের কোন সদস্য দেখা করতে পারবে না। নেই ক্যান্টিনে যাওয়ারও অনুমতি। তার ওপর জরিমানা এবং বর্বর শাস্তি দিচ্ছে প্রয়োগ করা হচ্ছে ওই ফিলিস্তিনীদের ওপর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img