শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘গত ২০ বছরে আফগানিস্তানে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছে, তাদের ধর্মীয় মূল্যবোধ নেই’

আফগান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী মাওলানা আবদুল বাকি হাক্কানি বলেছেন, গত ২০ বছরে আফগানিস্তানে যেসব তরুণ-তরুণী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাদের ধর্মীয় মূল্যবোধ নেই।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

আফগান উচ্চ শিক্ষামন্ত্রী মাওলানা আবদুল বাকি হাক্কানি বলেন, গত দুই দশকে (২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত) আফগানিস্তানের তরুণ-তরুণীরা আধুনিক পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারা পশ্চিমা সমর্থিত সরকারের হয়ে লড়াই করেছেন। এর চেয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মাদরাসার শিক্ষার্থীরা বেশি কাজের।

আফগান সরকার এখন থেকে পশ্চিমা ধাঁচের স্নাতকোত্তর কিংবা পিএইচডির বদলে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন স্নাতকোত্তর শিক্ষায় গুরুত্ব দেবেন বলে জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img